পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে ৮ এপ্রিল চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৮ এপ্রিল সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চিত্রাংকন প্রতিযোগিতা ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, বিষয় ও মাধ্যম: উন্মুক্ত। খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শেণি, বিষয়: বাংলা নববর্ষ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। গ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: বৈশাখী মেলা, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। ঘ-বিভাগ: বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, বয়স: অনুর্ধ্ব ১৮ বছর, বিষয় ও মাধ্যম: উন্মুক্ত। রচনা প্রতিযোগিতার ক-বিভাগ: পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত, বিষয়: বাংলা নববর্ষ, অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধু (৫০০ শব্দের মধ্যে লিখতে হবে)। খ-বিভাগ: অষ্টম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: বাংলা নববর্ষ, অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধু (৭০০ শব্দের মধ্যে লিখতে হবে)। সকাল ১০টায় বৈশাখের রং লাগাও প্রাণে শীর্ষক ক্যানভাসে ছবি আঁকা। স্বহস্তে লিখিত রচনা আগামী ৮ এপ্রিল সকাল ১১টার মধ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে জমা দিতে হবে। খাতার প্রথম পাতায় প্রতিযোগির নাম, পিতা ও মাতার নাম, শ্রেণি, বিদ্যালয়ের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য, চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সাথে আনতে হবে। আগামী ১৪ এপ্রিল সকাল নয়টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।-তথ্য বিবরণী