স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা বাইপাস সড়কে প্রাইভেট কারের ধাক্কায় এক পথচারি নিহত হয়েছে। নিহত ব্যক্তি সাতক্ষীরা শহরস্থ বকচরা মাঠপাড়ার বাসিন্দা লোকমান গাজীর পুত্র সাইফুল ইসলাম (৩৭)। দূর্ঘটনাটি ঘটেছে গতকাল সকাল এগারটার দিকে বকচরা মোড় এলাকায়। সূত্র জানায় সাতক্ষীরা নীলডুমুরস্থ বিজিবি অধিনায়কের পরিবারের সদস্যদের নিয়ে প্রাইভেটকারটি নীলডুমুর যাচ্ছিলো। দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লাশের সুরাত হাল রিপোর্ট তৈরি করে। ১৭ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল ইসলাম দূর্ঘটনায় মৃত পরিবারটির পাশে মানবিকতা ও আন্তরিকতার সাথে দাঁড়িয়েছেন বলে জানাগেছে। সদর থানার ওসি সম কাইয়ুম দৃষ্টিপাতকে জানান পুলিশ লাশ উদ্ধার, সুরাতহাল প্রতিবেদন তৈরী করে এবং দূর্ঘটনায় নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।