এফএনএস আন্তর্জাতিক: গত কয়েক মাস ধরে ইউক্রেনের কৌশলত গুরুত্বপূর্ণ শহর বাখমুত দখলে নিতে সর্বশক্তি নিয়ে হামলা চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। পূর্ব ইউক্রেনের ডনেস্ক অঞ্চলে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দাবি করছে, তারা বাখমুত শহরের একেবারে কাছের একটি গ্রাম দখলে নিয়েছে। গতকাল সোমবার এ খবর জানিয়েছে আল জাজিরা। মস্কো মাসখানেক ধরে নিয়ন্ত্রণের চেষ্টা করছিল বলে জানিয়েছে তারা। বাখমুত শহরে নিয়ন্ত্রণে রাখা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। টেলিগ্রামে বিচ্ছিন্নতাবাদী কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বাখমুত শহরের উত্তর-পূর্বে বাখমুটস্ক গ্রাম মুক্ত করেছে রাশিয়ার ফেডারেশনের সশস্ত্র বাহিনী। তবে সেখানে ইউক্রেন ও রাশিয়ান সেনাদের তীব্র লড়াই চলতে থাকায় স্বাধীনভাবে এর সত্যতা যাচাই করতে পারেনি বার্তা সংস্থা এএফপি। রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের নির্দেশে গত বছরের ২৪ ফেব্র“য়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। দীর্ঘদিন ধরে চলা লড়াইয়ে ইউক্রেনের বেশিরভাগ শহরের অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এই যুদ্ধ কবে নাগাদ শেষ হবে তার কোনো আলামত দেখা যাচ্ছে না। ইউক্রেনে রুশ অভিযান কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। জেলেনস্কির সরকারকে সমর্থন দিয়ে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।