এফএনএস: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের রামপালে দিদারুল আলম (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার চাচাতো ভাই আ. সাত্তারকে আটক করেছে পুলিশ। নিহত দিদারুল ওই গ্রামের ইউনুস মলিকের ছেলে। বাগেরহাটের পুলিশ পরিদর্শক (মিডিয়া সেল) এস এম আশরাফুল আলম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার রাত পৌনে ১০টার দিকে দিদারুল আলমের বাড়ির উঠানে চাচাতো ভাই সাত্তার ও তার ছেলে আবু বক্করের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে দিদারুলকে কুপিয়ে জখম করেন বাবা-ছেলে। স্বজনরা দিদারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রামপাল থানা ওসি মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। রাতেই অভিযুক্ত আ. সাত্তারকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।