এফএনএস: বাগেরহাটের চিতলমারীতে খালের পানিতে ডুবে সাবিনা ইয়াসমিন (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।গতকাল শুক্রবার সকালের দিকে উপজেলার নালুয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাবিনা ওই গ্রামের কৃষক আবদুর রব শেখের স্ত্রী। মৃতের স্বামী আবদুর রব শেখ জানান, সকাল ৯টার দিকে বাড়ির সামনের খালে কাপড় ধুতে গিয়ে পানিতে পড়ে যান সাবিনা। টের পেয়ে গ্রামবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে ১১টার দিকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।