বর্তমান সময়ে দেশব্যাপী বিশেষ আলোচিত বিষয় গুলোর মধ্যে অন্যতম দ্রব্যমূল্যের মুল্যবৃদ্ধির লাগামহীনতা। আমাদের দেশের জনসাধারনের উলেখযোগ্য অংশ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত বিধায় বাজার ব্যবস্থা স্থিতিশীলতা ও অস্থিতিশীলতার বিষয়টি জনসাধারনের মাঝে বিশেষ প্রভাব ফেলে থাকে বিধায় বর্তমান সময়ে পণ্য সামগ্রীর মুল্যবৃদ্ধির পাগড়া ঘোড়া এতটুকু ছুটতে চলেছে যে পরিস্থিতি অসহনীয় হয়ে পড়েছে। বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় জেলা হিসেবে পরিচিত সাতক্ষীরা। আমাদের জেলার বাজার গুলোতেও চলছে পন্যসামগ্রীর মূল্য বৃদ্ধির অস্থিরতা। কেন্দ্রীয় ভাবে পাইকারী পর্যায়ে নিত্যপন্যের মূল্যবৃদ্ধির ঘটনা না ঘটলেও এক শ্রেনীর অসাধু নিত্য পন্যের মূল্য বৃদ্ধির ঘটনা না ঘটলেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধনেও ইচ্ছায় নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রীর মূল্য বৃদ্ধির ঘটনা চলমান। এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা বছরের কিছু কিছু সময়ে ও মুহুর্তে মূল্য বৃদ্ধির প্রতিযোগিতায় নেমে পড়ে, বিশেষ করে পবিত্র রমজান মাসকে সামনে রেখে কথিত অসাধু ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধির অসম প্রতিযোগিতায় নেমে থাকে। সাতক্ষীরার মুদি পন্যের পাশাপাশি সবজি বাজারেও চলছে অস্থিরতা। আগামী কাল রবিবার প্রথম রোজা। আমরা ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ পবিত্র রমজান মাস সংযমের মাস, আত্মশুদ্ধির মাস এই মাসে মহান আলাহ তার বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করেন এবং সহনাভুতিশীল হয়। গোনাহ মাফ করেন।