বাজার ব্যবস্থা স্থিতিশীল হওয়া জরুরী, আমাদের দেশের অধিকাংশ জনসাধারন মধ্যবিত্ত এবং নিন্মমধ্যবিত্ত বিধায় বাজার ব্যবস্থা স্থিতিশীল হওয়া জরুরী। আমাদের দেশের এক শ্রেনির অসাধু ব্যবসায়ীরা বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করার অনাকাঙ্খিত প্রচেষ্টা করে চলেছে যা কোন অবস্থাতেই কাম্য নয়। স¤প্রতি জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় এক শ্রেনির অসাধু ব্যবসায়ীরা নিত্যপন্যের মূল্য বৃদ্ধির সুযোগ গ্রহন করছে। আমাদের দেশ কৃষি প্রধান, আবহমানকাল যাবৎ আমাদের দেশ কৃষিতে অতি অগ্রগামী। এদেশের অধিকাংশ জনসাধারন প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কৃষির সাথে সংশ্লিষ্ট কিন্তু বর্তমান সময়ে কৃষির সাথে সংশ্লিষ্ট কৃষকরা ভাল নেই। যে কারনে কৃষি পন্যের মূল্য বৃদ্ধি। দেশের কৃষি ব্যবস্থার উপর অবশ্য এক শ্রেনির অনৈতিক ও অসাধু ব্যবসায়ীরা ভর করেছে। সাতক্ষীরার বাস্তবতায় সবজির মূল্য দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আর সবজির মূল্য বৃদ্ধির অন্যতম কারন মধ্যস্বত্ত¡ভোগীদের দৌরত্ব। সাতক্ষীরাকে এক সময় শষ্য ভান্ডার বলা হতো সেই শষ্য ভান্ডার পুর্ণ সাতক্ষীরা বর্তমান সময়ে অসহায় কৃষকরা উৎপাদিত পণ্য সামগ্রী উৎপাদনের জন্য যে ভাবে খরচ করে অবশ্য তার যথাযথ মূল্য তারা পায়না অন্যদিকে আমাদের বাজার এবং মাঠে এক শ্রেনির মধ্যস্বত্ত¡ভোগীরা কৃষককে চাষাবাদের পূর্বে আগাম অর্থ প্রদান করে শর্ত থাকে এমন যে দাদন কারী যেমন মূল্য নির্ধারণ করবে তেমন মূল্য নিতে হবে যে কারণে বাজারে পৌছানোর পর সবজির মূল্য অস্বাভাবিক পর্যায়ে পৌছায়। সাতক্ষীরার নিত্য পন্যের মূল্য ও বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময়ে ডিমের মূল্য বেড়েই চলেছে। প্রতিটি ডিমের মুল্য দশ টাকা হতে এগারটাকা। সাতক্ষীরার মাংস বাজারেও উত্তাপ ছড়িয়ে পড়েছে গরুর মাংস, খাসির মাংসের অস্বাভাবিক মূল্য বেড়েই চলেছে। দেশী মুরগীর অকালের পাশাপাশি এক শ্রেনির ব্যবসায়ীরা সোনালী মুরগী দেশী মুুরগী বলে বিক্রি করছে। বাজার ব্যবস্থা স্থিতিশীল অপরিহার্য।