স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন গতকাল সদর উপজেলার বাজুয়ারডাঙ্গা ও সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করলেন। গতকাল উলেখিত বিদ্যালয় দু’টি পরিদর্শন কালে তিনি শ্রেনি কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং ইংরেজি, গণিত, বাংলা সহ অন্যান্য বিষয়টি অনুধাবন করেন। পাঠদান শেষে তিনি সাপ্তাহিক মূল্যায়ন ও রেকর্ড সংরক্ষনের বিষয়টি নিশ্চিত হন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা যথাযথ ভাবে অনুসরন করায় শিক্ষকগনকে ধন্যবাদ জানান। শিক্ষকদের সাথে মত বিনিময় কালে প্রাথমিকের বাতিঘর খ্যাত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন বিদ্যালয় প্রাঙ্গনে পরিচ্ছন্নতা রাখা, স্বাস্থ্যবিধি নিশ্চিত করন সহ বিদ্যালয় চত্বরে পানি না জমে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার, প্রধান শিক্ষক মোঃ আব্দুল গনি, আসাদ ও মোঃ আব্দুস সাত্তার সহ সহকারী শিক্ষকগন।