কপিলমুনি প্রতিনিধি ॥ বাণিজ্যে মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ কপিলমুনিতে বিভিন্ন ধর্মীয় উপাসানালয় পরিদর্শন করেছেন। শনিবার সকালে কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে টিসিবির পণ্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন ও স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ পরবর্তী কপিলমুনি মিলন মন্দির কৃর্তক আয়োজিত দূর্গা মন্দির ও ব্যাতিক্রমী রায় সাহেবের ভাস্কর্য পরিক্রমা, কপিলেশ্বরী কালী মন্দির, অনুকূল চন্দ্রের মন্দির, বারুণী স্নান ঘাট, কপিলেশ্বরী মনিতলার স্থান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মুহম্মদ আল-আমীন, কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক রাজু, কপিলমুনি পুলিশিং কমিটির সভাপতি সাধন চন্দ্র ভদ্র, কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, কপিলমুনি প্রেসক্লাবের সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু, আহবায়ক কমিটির সদস্য এস এম আব্দুর রহমান, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধক্ষ্য বিধান চন্দ্র ভদ্র, ইউপি সদস্য রবিন অধিকারী, মানিক ভদ্র, বিপ্লব সাধু, সুজিত সাধু ও মুকুল ঘোষ প্রমুখ।