সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

বান্দরবানে হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

এফএনএস: বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে মো. কালু (৫০) নামের এক শ্রমিক মারা গেছেন। গতকাল শনিবার ভোরে লামার সরই ইউনিয়নের ইছহাক মেম্বারপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত কালু কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের আক্কেল আলীর ছেলে। তিনি লামার সরইয়ের ইছহাক মেম্বারপাড়ায় একটি পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয়রা জানান, পাহাড়ে খাদ্য সংকট দেখা দেওয়াতে প্রতিনিয়ত বন্য হাতির দল খাবারের খেঁাজে লোকালয়ে চলে আসছে। গতকাল শনিবার ভোর ৪টার দিকেও গহিন পাহাড় থেকে একদল বন্য হাতি খাবারের খেঁাজে ইছহাক মেম্বারপাড়ায় চলে আসে। পরে হাতিগুলো খাবারের খেঁাজে একটি খামারঘরে ঢুকে গেলে সেখানে ঘুমিয়ে থাকা কালু হাতির আক্রমণে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী বলেন, হাতির আক্রমণে মো. কালু নামের এক শ্রমিক নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাটি তদন্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে। পাহাড়ে খাদ্য সংকটের কারণে হাতির দল লোকালয়ে হানা দিচ্ছে বলেও জানান তিনি। লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, হাতির আক্রমণে মৃতের লাশ উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। কোনও অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com