শিবপুর প্রতিনিধি \ বৃহস্পতিবার সকাল ১০টার সময় সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া স্কুল মাঠে আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলনের সভাপত্বিতে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে তারুণ্যের উৎসব উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রয়ী সাংগঠনিক সেক্রেটারী ও পরিচালক খুলনা অঞ্চল মুহাদ্দিস আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওঃ শাহাদাৎ হোসাইন, আরো উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ, জামায়াত নেতা মাওঃ মনিরুজ্জামান সহ আগরদাঁড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ছাত্র—ছাত্রীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র—ছাত্রীরা দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।