শিবপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরায় শিবপুর সাইবার অপরাধ প্রতিরোধেসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের উদ্যেগে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কহিনুর ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিজাউল ইসলাম, শিবপুর ইউপি চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, ব্রেকিং দ্য সাইস্নেস সম্ননয়াক মোঃ শরিফুল ইসলাম, মোঃ ওবায়দুর হোসেন মানি,মোঃ সাইদুর রহমান,ইউপি সদস্যা মোাছাঃ আনজুয়ারা খাতুন প্রমূখ । বক্তারা বলেন, সাইবার অপরাধে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা সাইবার ক্রাইমে জড়িয়ে না পড়ে সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে। আমাদের প্রজম্মকে সাইবার অপরাধ থেকে দুরে রাখতে হবে।