বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বার্লিনে ইহুদিবিদ্বেষের ঘটনায় অতীতের সব রেকর্ডে ভাঙন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

এফএনএস বিদেশ : বার্লিনে প্রতিদিনই ঘটছে একাধিক ইহুদিবিদ্বেষের ঘটনা, যা বছরের শেষে এসে গত এক দশকের রেকর্ড ছাড়িয়ে গেছে। সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এ বছর প্রথম ছয় মাসে বার্লিনে ঘটে যাওয়া ইহুদিবিদ্বেষের ঘটনার সংখ্যা ২০২৩ সালের সারা বছরের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। জার্মানির সরকারি সংস্থা ডিপার্টমেন্ট ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (রিয়াস) তথ্য অনুসারে, জার্মানির রাজধানী বার্লিনে প্রতিদিন গড়ে আটটি ইহুদিবিদ্বেষের ঘটনা ঘটেছে। নভেম্বরের শেষ সপ্তাহ নাগাদ এই সংখ্যাটি এক হাজার ৩৮৩ স্পর্শ করেছে। ২০২৩ সালে এই সংখ্যাটি ছিল এক হাজার ২৭০। রিয়াস ২০১৫ সাল থেকে এ ধরনের ঘটনা নথিভুক্ত করার পর থেকে এ বছর সংখ্যাটি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এ বছর জানুয়ারি ও জুনের মাঝে দুটি গুরুতর সহিংসতা ও ২৩ টি আক্রমণের খবর পাওয়া গেছে। রিয়াসের তথ্য অনুসারে, এর বাইরেও ৩৭টি নির্দিষ্ট সম্পদের ওপর হামলা, ২১টি সমাধিস্থল সম্পর্কিত হামলা, ২৮টি হুমকি ও এক হাজার ২৪০টি নিপীড়নমূলক আচরণের ঘটনা ঘটেছে। ইহুদিবিদ্বেষ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ডিপার্টমেন্ট ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (রিয়াস)। প্রতিবেদন অনুসারে, ইহুদি বা ইসরায়েলি শিশুদের স্কুলে হাতাহাতির সংবাদও পাওয়া গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ও গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে প্রতি মাসে অন্তত ২৩০টি ইহুদিবিদ্বেষের ঘটনার কথা জানিয়েছে সংস্থাটি। যার ৭১.৬ শতাংশ ঘটনাই ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত। এ ছাড়া সামাজিকভাবে ইহুদিবিদ্বেষী মনোভাবের প্রতি গ্রহণযোগ্যতা বেড়ে যাওয়ারও উদ্বেগ প্রকাশ করেছে রিয়াস। সমাজে ইহুদিবিদ্বেষী মনোভাব ঠেকাতে জনসচেতনতা বাড়ানো ও কঠোর আইন প্রণয়নের ওপরও জোর দিয়েছে জার্মান সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com