কৃষ্ণনগর প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার ক্রেতা, বিক্রেতার সমাগমের দিক থেকে সবচেয়ে বড় জন গুরুত্ব পূর্ণ ঐতিহাসিক বাজার বালিয়াডাঙ্গা বাজার। এই জন বহুল বাজারে কোন পাবলিক টয়লেট না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে ক্রেতা, বিক্রেতা সহ সাধারণ মানুষ। এই বাজারে প্রতিদিন সমাগম হয় ক্রয়, বিক্রয় করার জন্য কালিগঞ্জ, আশাশুনি সহ শ্যামনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা কয়েক হাজার মানুষ। তারা এখান থেকে মালামাল ক্রয় করে নিত্য দিনের প্রয়োজন মেটায় এবং কাঁচামাল ব্যবসায়ীরা কাঁচামাল কিনে দেশের বিভিন্ন জায়গায়প্রেরণ করে। এছাড়া এই বাজারে রয়েছে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ। প্রত্যন্ত অঞ্চল থেকে ইউনিয়ন পরিষদের প্রয়োজনীয় কাজে আনা চর নাথারর বিপাকে পড়তে হচ্ছে। অথচ ইউনিয়ন পরিষদে টয়লেট থাকলে ও সব সময় সেটা খোলা না থাকায় টয়লেট ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে না। যে কারণে হঠাৎ টয়লেট ব্যবহারের প্রয়োজন হলে তাদেরকে ছুটতে হয় দিক বিদিক। বেশি বিপাকে পড়তে হয় ক্রেতা, বিক্রেতা সহ ইউনিয়ন পরিষদের সেবা নীতি আশা নারীরা। কেননা তারা মুখ ফুটে বলতে পারেনা তাদের সমস্যার কথা। এই বাজার থেকে প্রতিদিন আদায় করা হয় কয়েক হাজার খাজনার টাকা। অথচ এই বাজারে কোন পাবলিক টয়লেট নাই। যে কারণে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বাজার ব্যবসায়ীরা অনেকেই। ঔষধ ব্যবসায়ী গাজী ইমরান, দন্ত চিকিৎসক ডাঃ ফারুক হোসেন, সার কীটনাশক ব্যবসায়ী মিজানুর রহমান, নজরুল ইসলাম, চাউল ব্যবসায়ী আবুবক্কার ,হার্ডওয়ার ব্যবসায়ী সাদ্দাম হোসেন সহ একাধিক ব্যবসায়ী। দৃষ্টিপাত কে জানান আমাদের ব্যবসা করার জন্য সার্বক্ষণিক দোকানে অবস্থান করতে হয়। হঠাৎ টয়লেট ব্যবহারের প্রয়োজন হলে আমাদেরকে খুব বিপাকে পড়তে হয়। অনেক অনুরোধ করে পার্শ্ববর্তী দোকানের বা বাড়ির মালিকদের ব্যক্তিগত টয়লেট ব্যবহার করতে হয়। তা ছাড়া যে সমস্ত ক্রেতা বিক্রেতা সহ সাধারণ মানুষ এই বাজারে আসে তাদের প্রয়োজনীয় কাজ মেটাতে হঠাৎ প্রস্রাব পায়খানার বেগ আসলে বিভিন্ন জায়গায় তাদের ধরনা দিতে হয়। অনেক সময় তারা বিভিন্ন দোকানের পিছনে খোলা জায়গায় প্রস্রাব পায়খানা করেন এতে পরিবেশ মারাত্মক ভাবে দূষণ হচ্ছে। পাবলিক টয়লেট না থাকায় ভুক্তভোগীদের অভিযোগের শেষ নাই। বাজারে প্রয়োজনীয় মালামাল ক্রয় করতে আসা কাশিমাড়ী ইউনিয়নের আবুল কালাম, বিষ্ণুপুর ইউনিয়নের আব্দুল হামিদ, আশাশুনি উপজেলার ব্যবসায়ীরা। জানান, দূর থেকে বাজার করতে এসেছি অনেক খোঁজাখুঁজি করেছি কোথাও প্রয়োজনীয় কাজ মিটাতে পারি কিনা, কিন্তু পারলাম না। আজ কাল অনেকেরই ডায়াবেটিস রোগ দেখা দেওয়ায় ঘন ঘন প্রস্রাবের বেগ আসে। ঘর থেকে বের হলে টয়লেটের টেনসনে আরো ঘন ঘন প্রস্রাবের বেগ আসে। এ জন্য কত টা সমস্যায় পড়তে হয় বাজার করতে এসে তা ভুক্তভোগী ছাড়া আর কেহ বুঝবে না। তাই অতি দ্রুত যাহাতে বাজারে পাবলিক টয়লেট স্থাপন হয়। সেজন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী মহল ।