ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা বাইতুন নূর জামে মসজিদে পবিত্র শবে বরাত উপলক্ষ্যে শবে বরাতের তাৎপর্য সম্পর্কে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ ফেব্র“য়ারী) বাদ এশা থেকে রাত ১০টা পর্যন্ত শবে বরাত সম্পর্কে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন বালুইগাছা বাইতুন নূর জামে মসজিদের খতিব উদীয়মান তরুণ বক্তা মাওলানা মোঃ সাইফুল ইসলাম। শবে বরাতের তাৎপর্য সম্পর্কে আলোচনায় থেকে জানা যায়, দিন শেষে আজ যে রাত নেমে আসছে সেটি একটি মহিমান্বিত রাত। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ সৌভাগ্য। অর্থাৎ ‘শবেবরাত’ শব্দের অর্থ ‘সৌভাগ্যের রাত’। আরবিতে একে বলে ‘লাইলাতুল বরাত’। ১৫ শাবানের এ রাতটি ধর্মপ্রাণ মুসলমানরা এবাদত-বন্দেগি ও জিকির-আসকারের মধ্য দিয়ে কাটান। আরো জানাযায়, এ রাতে মহান আল্লাহ তাআলা বান্দাদের জন্য তার রহমতের দরজা খুলে দেন। শবে বরাতের আলোচনা ও দোয়া মাহফিলে স্থানীয় এবং বিভিন্ন স্থানের ধর্মপ্রাণ মুসলিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ শেখ আজমির হোসেন।