এফএনএস: বরগুনার পাথরঘাটা উপজেলায় বাস, মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা—মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— পিরোজপুরের মঠবারিয়া উপজেলার টিকাখালী ইউনিয়নের ভেসকি বাইশকুড়া গ্রামের নাসির খানের ছেলে নাঈমুজ্জামান শুভ (২১), শান্ত (১৫) ও নাদিম (১২)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পাথরঘাটা থেকে ঢাকা যাচ্ছিল রাজিব পরিবহনের একটি বাস। সোনারবাংলা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল থাকা তিন ভাই নিহত হন। স্থানীয় পুলিশকে জানালে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় আপন তিন ভাই নিহত হয়েছেন। স্থানীয় লোকজন ঘাতক বাসটিকে আটক করলে আমরা বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। তবে চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি। জনগণের ভিড়ের মধ্যে তারা পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।