স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে সদরের উত্তর পলাশপোলে বাইতুল ফালাহ জামে মসজিদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাই কাজ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা ও সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা, বায়তুল ফালাহ জামে মসজিদ কমিটির সভাপতি শেখ আমজাদ হোসেন, বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম মুহাদ্দিস আব্দুল খালেক, বায়তুল ফালাহ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ মহিবুল্লাহ, সেক্রেটারী শেখ ওয়ালিউল ইসলাম, এড. শহিদুল্লাহ, মসজিদ কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব আব্দুল গফ্ফার, ব্যাংকার মো. আব্দুল মোমেন, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মো. আফতাবুজ্জামান সুমন, জনি বিফ হাউজের স্বত্বাধিকারী শেখ আজহারুল ইসলাম জনি সহ সাতক্ষীরা সরকারি গোরস্থান বায়তুল ফালাহ মসজিদ কমিটির সদস্যবৃন্দ ও এলাকার মুসল্লিগণ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহী মসজিদের পেশ ইমাম মুফতি মাওঃ হাফিজুর রহমান।