বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বায়ুদূষণের শীর্ষে ঢাকা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: সাধারণভাবে মনে করা হয়, যানবাহন চলাচল বেশি থাকলে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়। কিন্তু গতকাল শুক্রবার ছুটির দিনে সরকারি সব প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ থাকা সত্ত্বেও বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে উঠে আসে ঢাকা। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত বায়ুর মানমাত্রা নির্ধারণকারী সংস্থা যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে শীর্ষ অবস্থানেই ছিল ঢাকা। এদিন ঢাকার দূষণের মাত্রা ১১টা ২৭ মিনিট পর্যন্ত বায়ুদূষণের মাত্রা ছিল ২৬৪, যা সকাল ৮টার দিকে ছিল ২৪২। দ্বিতীয় অবস্থানে আছে লাহোর ২৪৬ আর দিল্লীতে ১৮৪। বিশেষজ্ঞরা বলেন, মানের দিক বিবেচনা করলে একিউআই মাত্রা ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর উপরে হলে তা দুর্যোগপূর্ণ পরিবেশ বলা হয়ে থাকে। বেসরকারি বায়ু গবেষণা প্রতিষ্ঠান বায়ুম-লীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র-ক্যাপসের গবেষণা থেকে জানা যায়, গত ৯ বছরের হিসাবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়ের বায়ু সব চাইতে বেশি অস্বাস্থ্যকর হয়ে থাকে। চলতি বছরের ১৬ নভেম্বর ঢাকার বাতাসের মান বা একিউআই ২৬৯-এ উঠেছিল। ক্যাপস-এর হিসাবে, গত ৯ বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশে বায়ুমান সূচকে জানুয়ারির বায়ু সব চাইতে বেশি অস্বাস্থ্যকর। তবে বছরের ১২ মাসের মধ্যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই চার মাসের বাতাস সব চাইতে অস্বাস্থ্যকর থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com