শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন

বায়ূদূষণ শারীরিক ও অর্থনৈতিক দুটিই ক্ষতি করে: পরিবেশমন্ত্রী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

ঢাকা ব্যুরো ॥ বায়ূ দূষণ মানুষের শারীরিক ও অর্থনৈতিক দুইটি ক্ষেত্রেই ক্ষতি করছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বলেন, তাই ক্ষতিকর এই প্রভাব থেকে বাঁচতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে। কারণ শব্দদূষণ কিংবা বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য হুমকি। গতকাল সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘সেভ ইয়োর ব্রিদ: পলিসি ডায়ালগ অন ক্লিন এয়ার ইমপারেটিভস’ শীর্ষক এক সেমিনারে পরিবেশমন্ত্রী ওই মন্তব্য করেন। পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, বায়ুদূষণ কোনো একটি দেশের সমস্যা নয়-এটি একটি আঞ্চলিক ও বৈষ্ণিক সমস্যা। তাই এ সমস্যা মোকাবিলায় ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দক্ষিণ এশীয় পর্যায়ে আঞ্চলিক সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। কেননা উন্নত দেশের সৃষ্টি বায়ুদূষণ বায়ু দূষণের জন্য দায়ী নয় এমন দেশের ওপর পড়ছে। তাই বায়ুদূষণ রোধে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সব পক্ষের সমন্বিত পদক্ষেপ সময়ের দাবি। অনুষ্ঠানে ঢাকার বায়ুদূষণের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম। বক্তব্য রাখেন বাংলাদেশ ক্লাইমেট পার্লামেন্টের আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলার, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি আদিল মোহাম্মদ খান, ইউএসএইড এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কাউর এবং শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com