খুলনা প্রতিনিধি ॥ বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধিনে জাতীয় নির্বাচনে দাবিতে গত কাল খুলনা শিব বড়ি জিয়া হল চত্তরে ১৬০ কিলোমিটার রোড মার্চ শেষ করে সমাবেশে যোগ দান করতে শুরু করেছে বিএনপির নেতা-কর্মীরা। গতকাল সকাল ১০টায় ঝিনাইদহ থেকে শুরু করে মাগুরা যশোর নওয়াপাড়া ফুলতলা হয়ে খুলনা শিব বাড়ি মোড়ে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ করবে দলটির কর্মসূচি। বিশেষ করে জিয়া হল চত্তরের মতো গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশের অনুমতি দিল কেসিসি। তবে অনুমতি পত্রের সঙ্গে ১০ টি শর্ত জুড়ে দিলো খুলনা সিটি করপোরেশনের কর্মকর্তারা। মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন অতিতে সমাবেশ কর্মসূচি দিলেই ধরপাকড় শুরু হতো তবে এখনো পযন্ত কাউকে আটকের অভিযোগ আমরা পায়নি। তবে বিভিন্ন জেলার রোড মর্চের গাড়ি বহরকে আমরা শতর্ক থাকতে বলেছি। রোড মার্চ কর্মসূচিকে উৎসব মুখোর এবং জনসম্পৃক্ত করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। নগরীর প্রবেশ পথে ২০০ টি তোরণ নির্মাণ করা হয়েছে, সড়কে আলোকসজ্জা ফেস্টুন লাগানো হয়েছে। রোড মার্চ সফল করতে বিভাগীয় সমন্বয়ে সভাসহ দশ জেলা ও মহানগরে প্রস্তুতি সভা করেছে বিএনপি।এ রিপোর্ট লেখা পযন্ত সমাবেশে জনতার প্রবেশ চলছিল।