শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহতের প্রতিবাদে মানববন্ধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

এফএনএস: যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহতের প্রতিবাদে মানববন্ধন করেছে আগ্রাসন প্রতিরোধ কমিটি নামে এক সংগঠন। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন আগ্রাসন প্রতিরোধ কমিটির সভাপতি খান আসাদ। এতে বক্তব্য রাখেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন, খেলাফত মজলিস নেতা আমির হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা। এ সময় বক্তারা বলেন, বিএসএফ সবসময় আমাদের দেশের নাগরিককে হত্যা করে। এবার তারা আমাদের বিজিবি সদস্য হত্যা করলো। আমরা শুধু নতজানু হয়ে দেখে আসছি। আমাদের দেখতে হচ্ছে সীমান্তে অসহায় কৃষকের লাশ। অসহায় ফেলানীর লাশ। আমাদের বিজিবি ভাইয়ের লাশ এখনো পাইনি। এইজন্য তো আমরা যুদ্ধ করিনি। বক্তারা আরও বলেন, আজকের প্রতিবাদ শুধু আমাদের একার নয়। এটা কোনো রাজনৈতিক দলের প্রতিবাদ নয়। এটা আমাদের সার্বভৌমত্বের প্রতিবাদ। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে জয় পেয়েছি। অথচ এখনো পরাধীন হয়ে থাকতে হচ্ছে। এর আগে গত সোমবার বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে যশোর ৪৯ বিজিবির সদস্য রইস উদ্দীন (৩৫) নিহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com