বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনা কার্যালয়ের উদ্যোগে সোমবার খুলনা মহানগরীতে মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করা হয়। খুলনার দৌলতপুরের মেসার্স ইনানী ড্রিংকিং ওয়াটারের উৎপাদিত প্যাকেজড ড্রিকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ না করে মাণচিহ্ন ব্যবহার করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে একটি মামলা দায়ের করে ২৫ হাজার টাকা জরিমানা আদায় এবং খুলনার বয়রার মেসার্স সায়রা ফিলিং স্টেশনকে অকটেন, পেট্রোল ও ডিজেলে প্রতি ১০ লিটারে ৯০ মিলি, ৬০ মিলি ও ৫০ মিলি লিটার কম দেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে খুলনা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার বিবি করিমুন্নেসাসহ বিএসটিআই’র কর্মকর্তার উপস্থিত ছিলেন। বিএসটিআই’র এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।-তথ্য বিবরণী