সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিজিবি’র অভিযানে ফেন্সিডিলসহ ভারতীয় মালামাল জব্দ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই’শ ছয় বোতল ফেন্সিডিলসহ সাড়ে ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। রবিবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনে পদ্মশাখরা, গাজিপুর, বৈকারী, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পিবিজিএম, পিএসসি, জি পরিচালক, অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদরের দাতভাঙ্গা মোড় হতে ২০৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। সাতক্ষীরা সদর থানাধীন ঘোষপাড়া সত্তর হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ। বোস্তানের ঘের থেকে সত্তর হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, নারানজেল থেকে চৌত্রিশ হাজার বাহাত্তর বাহাত্তর টাকা মূল্যের ভারতীয় কাজুবাদাম, পলিব্যাগ, আমল দুধ ও প্রসাধনী সামগ্রী আটক করে। কেরাগাছি দুই লক্ষ আশি হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কলারোয়া থানাধীন গেরাখালি থেকে শাট হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, ভাদিয়ালী আমবাগান থেকে ছত্রিশ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। সর্বমোট ছয় লক্ষ বত্রিশ হাজার চারশত বাহাত্তর টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com