স্টাফ রিপোর্টার \ বিজিবির চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদকসহ প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)’র অধীনস্থ বৈকারী, কাকডাঙ্গা, তলুইগাছা ও চান্দুরিয়া বিওপির সীমান্তে এবং বাকাল ও ঝাউডাঙ্গা চেকপোস্ট হতে সোমবার এসব মালামাল আটক করা হয়। ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দুরিয়া বিওপি’র বিশেষ আভিযানিক দল কলারোয়ার কাদপুর নামক স্থান হতে ৬ বোতল ভারতীয় মদ আটক করে এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দল সদরের ভাদিয়ালী মাঠ নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সদরের ঈদগাহ নামক স্থান হতে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার ঝাউডাঙ্গা পাকা রাস্তা হতে ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় তালা চাবি আটক করে। চান্দুড়িয়া বিওপি’র বিশেষ দল কলারোয়ার কাদপুর নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ দল কলারোয়ার আমবাগান নামক স্থান হতে ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। বাকাল চেকপোষ্ট একটি বিশেষ অভিযানিক দল সদরের বাকাল চেকপোষ্ট হতে গাড়ী তল্লাশী করে ১৫ হাজার টাকা মূ্ল্যের ভারতীয় শাড়ী আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের অভিযানিক দল সদরের ভাদিয়ালী মাঠ নামক স্থান হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৪ লাখ ৭৫ হাজার টাকা।