স্টাফ রিপোর্টার ॥ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অর্ধলক্ষ টাকার চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবি। গতকাল রবিবার ১১ জানুয়ারি ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও বাঁকাল চেকপোষ্ট এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় অর্ধ লক্ষ টাকার ঔষধ ও আগরবাতি আটক করা হয়। ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার গোবিন্দকাঠি নামক স্থান হতে ১৪,৪০০/- টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করে। এছাড়া, বাঁকাল চেকপোষ্ট এর বিশেষ আভিযানিক বাংলাদেশের অভ্যন্তরে সদর থানার ঢালিপাড়া নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সর্বমোট ৪৯,৪০০/- (ঊনপঞ্চাশ হাজার চারশত টাকা) মূল্যের চোরাচালানী মালামাল আটক করে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।