রতনপুর কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার মটরভ্যান চুরি সংঘটিত ঘটনাটি গতকাল রতনপুর বিজয়নগর গ্রামে কাটুনিয়া রাজবাড়ী কলেজের সেমিনার সহকারি, জি.এম.আব্দুর রশিদ এ প্রতিনিধিকে জানান মৃত মান্নান গাজীর ছেলে মোঃ আমিনুর রহমান গরীব ও অসহায় পরিবারের ছেলে। বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে সে একটি মটরভ্যান ক্রয় করেন। মটরভ্যান চালিয়ে অতিকষ্টে চলত তার পরিবার। কিন্তু গত রাতে প্রতিদিনের ন্যায় ভ্যান চালিয়ে রাতে নিজ বাড়িতে ভ্যানে তালা দিয়ে ঘুমাতে চান। সকালে উঠে দেখান তার মটরভ্যানের তালা কেটে কে বা কারা নিয়ে গেছে। বহু খোজাখুজির পরেও সে তার হারিয়ে যাওয়া মটরভ্যানটি খুজে পায়নি। এখন তার উর্পাজনের একমাত্র সম্বল হারিয়ে সে তার পরিবার নিয়ে চলবে কিভাবে? দ্রুত তার হারিয়ে যাওয়া মটরভ্যানটি খুঁজে পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীসহ এলাকাবাসী।