দাকোপ (খুলনা) প্রতিনিধি ॥ ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ উদযাপনে দাকোপ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ জি এম কামরুজ্জামান, জয়ন্তী রানী সরদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, অধ্যাপক দুলাল রায়, চালনা পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, অধ্যক্ষ দিবাকর মন্ডল, রবার্ট জীবন্ত নাথ, সমর বিশ^াস, সাবেক ইউপি চেয়ারম্যান দেব প্রসাদ গাইন, সুব্রত বিশ^াস, কনিকা বৈরাগী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ^াস, চালনা পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া, উপজেলা আ’লীগনেতা আজগর হোসেন ছাব্বির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠানক সম্পাদক মাহমুদুন্নবী মিল্টন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অমারেশ ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব উত্তম রায়, পৌর প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, পৌর কাউন্সিলর আব্দুল গফুর সানা, নাসিমা বেগম, দেবাশিষ ঢালী, যুবনেতা সরোয়ার গাজী, রতন কুমার মন্ডল, শেখ জাহিদুর রহমান মিল্টন, অনুপ বাকচি, শেখ পারভেজ, গোবিন্দ রায়, সুমন কর, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফ, রাসেল কাজী, মাসুম হাওলাদার প্রমুখ।