ছয় ঋতুর বাংলাদেশের শীত ঋতু ক্রমান্বয়ে বিদায়ের পথে। আবহমান কাল যাবৎ এদেশের মানুষের মাঝে বিশেষ ভাবে পরিচিত ছয় ঋতু। আমাদের দেশের আবহাওয়া জলবায়ূ, ভূ-প্রকৃতি সহ আর্থসামাজিক পরিবেশ এবং পরিস্থিতি ছয় ঋতুর সাথে সম্পর্ক থাকলেও সা¤প্রতিক বছর গুলোতে দেশ বাসি ছয় ঋতুর পুরোটা প্রত্যক্ষ করতে পারছে না। আর এ কারনে বর্ষা মৌসুমে বা বর্ষ ঋতুতে অতি বৃষ্টিপাতের পরিস্থিতি যেমন পরিলক্ষিত হয় আবার বর্ষার সময় গুলোতে বৃষ্টিপাতের দেখাও মেলেনা। সব মিলে চির পরিবর্তিত বর্ষা ঋতু কোন কোন সময় অপরিচিত এক ঋতুতে পরিনত হয়। আমাদের দেশের আর্থ সামাজিক বাস্তবতা ও পরিবেশ পরিস্থিতি বিশ্লেষন করলে যে বিষয়টি স্পষ্ট হয় তা হলো ছয় ঋতুর অভাব। দৃশ্যতঃ ছয় ঋতুর বাংলাদেশ সা¤প্রতিক বছর গুলোতে গুটি কয়েক ঋতুতে পরিনত হয়েছে আর গুটি কয়েক ঋতুতে পরিনত হওয়ায় বৃষ্টিপাতের ন্যায় শীতের মুহুর্ত গুলোর পরিস্থিতি একই ধরনের। এবারের শীত মৌসুমে দেশের সর্বত্র শীতের প্রকোপ ছিল লক্ষনীয় আর এ কারনে জনজীবনে নেমে আসে এক ধরনের অস্থিরতা। অন্তত শীত মৌসুমে চারবার দেশ শৈত্যপ্রবাহের কবলে পড়ে। এবং জনজীবন জবুথবু হয়ে পড়ে, উৎপাদনে ব্যাপক ভিক্তিক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। গত কয়েকদিন আগেও শীতের অস্তিত্ব ছিল, গত দুই দিন যাবৎ শীতের অস্তিত্ব অনেকটা শুন্যের কোঠায়। শীতের বিদায়ের সময়ে বসন্তের মাঝে প্রকৃতি সর্বত্র পরিবর্তন আর পরিবর্ধনের ছোয়া। আসছে গ্রীষ্ম, তীব্র তাপদাহ আর জনজীবনের অস্থিরতায় ভাসবে, প্রকৃতিতে সুষ্ঠ, স্বাভাবিক শান্তীময় পরিস্থিতি বিরাজ করুক।