এফএনএস: প্রায় দু’বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে বিদায় নিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। রোববার তিনি ঢাকা থেকে বিদায় নেবেন বলে জানা গেছে। বিক্রম দোরাইস্বামী ঢাকা থেকে বিদায় নেওয়ার লক্ষ্যে ইতোমধ্যেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে দোরাইস্বামী বলেছেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা করেছেন তিনি। ভারতীয় হাইকমিশনার হিসেবে বিক্রম দোরাইস্বামীর দায়িত্ব পালনকালে দুই দেশের শীর্ষ নেতাদের সফর বিনিময় হয়েছে। বিশেষ করে ২০২১ সালে এক বছরের মধ্যেই ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর করেন। আর বিক্রম দোরাইস্বামীর দায়িত্ব পালনের শেষ ভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেছেন। ঢাকা থেকে বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময়ে বিক্রম দোরাইস্বামী বলেছেন, ঢাকায় আমার দায়িত্ব পালনকালে দীর্ঘ ১২ বছর পর জেআরসি বৈঠক শুরু করা সম্ভব হয়েছে। এটা আমার একটি বড় প্রাপ্তি। আগামী দিনে দুই দেশের বাণিজ্যিক- অর্থনৈতিক সম্পর্ক, কানেক্টিভিটি, মানুষে মানুষে যোগাযোগ আরও বাড়বে বলেও প্রত্যাশা করেছেন তিনি। ২০২০ সালের ৫ অক্টোবর ঢাকা মিশনে যোগ দেন বিক্রম দোরাইস্বামী। ঢাকা থেকে বিদায় নেয়ার পর তিনি যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার হিসেবে যোগ দেবেন। ঢাকায় আসছেন প্রণয় ভার্মা: এদিকে ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে যোগ দেবেন প্রণয় কুমার ভার্মা। তিনি ঢাকায় আসার আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হন। ১৯৯৪ সালে তিনি ফরেন সার্ভিসে যোগ দেন প্রণয় ভার্মা। ভারতীয় ক‚টনীতিক হিসেবে কাজ করেছেন হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে। ভিয়েতনামে রাষ্ট্রদূত হওয়ার আগে প্রণয় ভার্মা ২০১৭ থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে নিয়োজিত ছিলেন। তার আগে ভারতের পরমাণু ক‚টনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রণয় ভার্মা প্রথমে টাটা স্টিলে কাজ করেছেন। ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট থেকে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।