দেবহাটা অফিস \ দেবহাটার কুলিয়ার সেন্ট্রাল সুবর্নাবাদ হাই স্কুলের প্রধান শিক্ষক এ,এফ,এম আব্দুলাহ দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে গতকাল বিদায় নিলেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, অভিভাবক, শিক্ষক শিক্ষার্থীরা শ্রদ্ধেয় শিক্ষক কে অত্যন্ত আবেগে, আহবানে, হারানোর বেদনায় বিদায় জানালেন। অত্যন্ত ভদ্র, নম্র, জ্ঞান, সৃষ্টিশীল শিক্ষাবীদ এ,এফএম আব্দুলাহ জীবনে দীর্ঘ সময় এই বিদ্যালয়টির উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। একই দিনে বিদ্যালয়ের নৈশ প্রহরী এলাকাবাসির অতি প্রিয়, ব্যক্তিত্ব সুধান্য কুমার ঢালীকেও বিদায় জানান শিক্ষক শিক্ষার্থীরা। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আ’লীগ নেতা বিধান বর্মনের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক এ,এফএম আব্দুলাহ, বিদায়ী নৈশ প্রহরী সুধান্য সরকার, একই অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। প্রতিশ্র“তিশীল ও দায়িত্বশীল শিক্ষক তরুন কান্তি সরকার।