মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের মথুরেপুর ইউনিয়নের রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে মাছ চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত ১৫ মার্চ মঙ্গলবার পাঁচ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আব্দুল্যাহ মোড়ল নামের এক ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর গ্রামের কামরুল ইসলাম, শওকাত হোসেন, মামুন মলিক, হাফিজুল গাজী, বাবুল আক্তার। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তত্ত্বাবধানে মাখাল পুকুর উন্মুক্ত থাকায় জনসাধারণ ব্যবহার করে আসছে। গত ১৩ মার্চ দিবাগত রাতে জেলেদের নিয়ে হাফিজুল, বাবুলসহ অজ্ঞাতনামা ১০/১২ ব্যক্তিরা পুকুরের মাছ চুরি করে নিয়ে যায়। সরেজমিনে গেলে সিরাজ আহাম্মেদ, হাবিবুর রহমান, রফিক, আবু জাফর হালদার, জিয়াদ আলী সহ স্হানীয়রা জানান, স্কুল সংলগ্ন পুকুরটি জেলা পরিষদের। গত ৮ মাস আগে স্থানীয় বেশকিছু ব্যক্তিরা তৎকালীন ইউপি চেয়ারম্যান ও স্কুলের প্রধান শিক্ষকের মাধ্যমে লিজ গ্রহণ করে। পরবর্তীতে স্থানীয়দের প্রতিবাদ ও মানববন্ধনে লিজ বাতিল করে উন্মুক্ত ঘোষণা করেন আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি। সেই থেকে জনসাধারণ বিভিন্ন কাজে পুকুরটি ব্যবহার করছে। তবে গত কয়েকদিন আগে রাতের আধারে অভিযুক্ত ব্যক্তিরা পুকুর থেকে মাছ চুরি করেছে। এ বিষয়ে অভিযুক্ত কামরুল ইসলাম বলেন, আমরা কয়েকজন মিলে পুকুরটি লিজ গ্রহণ করছিলাম। কিন্তু পরবর্তীতে লিজ বাতিল হলে সবাই ব্যবহার করে। আমাদের যেহেতু ঘাটতি আছে সেহেতু আ’লীগের সভাপতির উপস্থিতিতে মাছ ধরা হয়েছে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা শিক্ষক ফরিদা খাতুন বলেন বিষয়টি সম্পর্কে আমার কিছুই জানা নেই। বিষয়টি সম্পর্কে উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী বলেন, জেলা পরিষদের পুকুরটি এখন উন্মুক্ত। আগে স্হানীয়রা জাল ফেলে মাছ ধরেছে। এখন পূর্বের লিজ গ্রহীতারা মাছ ধরেছে এটা কোন চুরি না। চুরি হওয়া মাছের আনুমানিক মুল্য তিন লক্ষ টাকা। এই বিষয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ দেওয়া হবে।