বর্তমান জনজীবন বিদ্যুৎ নির্ভর। বিদ্যুতের অনুপস্থিতি জনজীবনের জন্য মারাত্মক ধরনের বিপর্যয় নিয়ে আসে। বিদ্যুৎ ব্যবস্থা শুধুমাত্র জনজীবনের জন্য স্বস্তি বা অস্বস্তির কারন নয়, উন্নয়ন অগ্রগতি এবং আধুনিকতার জন্য বিদ্যুতের বিকল্প নেই। আধুনিক সভ্যতা এবং প্রযুক্তির যে সুসময় এবং উজ্জ্বল মুহুর্ত তার এক কৃতিত্ব বিদ্যুতের। আমাদের দেশের আর্থ সামাজিক বাস্তবতা ও পরিস্থিতি বলে দিচ্ছে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ অনিশ্চিত। সা¤প্রতিক সময় গুলোতে বিদ্যুহীনতা নিয়মে যেন পরিনত হয়েছে। বর্তমান সময় গুলোতে যখন বিদ্যুৎ থাকে এবং আসে বা যায় সেটা বলাই দুস্কর। সাতক্ষীরায় ইতিপূর্বে পলী বিদ্যুতের অব্যাহত লোডশেডিং এর বিষয়টি বিশেষ ভাবে আলোচিত থাকলেও বর্তমান সময় গুলোতে পিডিবির ও করুন দশা। সাতক্ষীরা শহরের বাস্তবতায় গত কয়েকদিন যাবৎ বারবার এবং প্রতি মুহুর্তে বিদ্যুৎ বিভ্রান্ট জনজীবনকে অতিষ্ট করে তুলেছে। বিদ্যুতের অভাবে জনজীবনের স্বাভাবিক গতি ধারা যেমন রুদ্ধ হচ্ছে অনুুরুপ ভাবে ক্ষুদ্র এবং মাঝারী শিল্প সামগ্রী করুন সময় অতিক্রম করে চলেছে। দেশের বিদ্যুতের ঘাটতি নেই। অতীতের যে কোন সময় অপেক্ষা বর্তমান সময় গুলোতে দেশে ব্যাপক পরিমান বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কিন্তু কোন বিদ্যুতের অব্যাহত লোডশেডিং, জনজীবন এবং জীবনযাত্রায় অসহনীয় পরিস্থিতির সৃষ্টি করে। জেলার শিল্প উৎপাদনের পাশাপাশি কৃষি উৎপাদনে ও কৃষি চাষাবাদে বিদ্যুতের ব্যবহার অতি গুরুত্বপূর্ণ। বর্তমান সময় গুলোতে বিদ্যুহীনতার কারন হেতু কৃষি উৎপাদন ও সমস্যার সৃষ্টি হচ্ছে। নিয়মিত বিদ্যুৎ সঞ্চালনের কর্তৃপক্ষ উদ্যোগী হবেন এমন প্রত্যাশা গ্রাহকদের।