রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন

বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি \ প্রাথমিক স্তরে বিদ্যালয় পর্যায়ে শতভাগ বই বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

তারালী (কালিগঞ্জ) প্রতিনিধি \ বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচির আওতায় কালিগঞ্জ উপজেলায় ২০২৩ শিক্ষা -বর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হতে বিনামূল্যে শতভাগ বই পৌঁছে দেওয়ার জন্য গতকাল ৩০ জানুয়ারী সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এবং সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, নয়ন শাহ, প্রকাশ চন্দ্র, ওমর ফারুক এর সমন্বয় মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উপজেলার ১৩৮টি সরকারি বিদ্যালয় সহ কিন্ডারগার্টেনে শতভাগ বই বিতরণ শেষ করেন। নতুন শ্রেণিতে নতুন বই পড়া ও বিনামূল্যে সেগুলোর পাওয়ার আনন্দই আলাদা। অনেক দরিদ্র পরিবার সন্তানদের নতুন বই কিনে দেওয়ার সামর্থ্য রাখে না। ফলে সে সব পরিবারের শিক্ষার্থীদের পুরোনো বই দিয়েই বছর পার করতে হতো। এক যুগেরও বেশি সময় ধরে সরকার বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করার কারণে বছরের শুরুতেই এখন সবার হাতে থাকে নতুন বই। এ বছর মুদ্রণ জটিলতার কারণে শিক্ষার্থীদের মাঝে শতভাগ বই বিতরণ করা সম্ভব হয়নি বলে জানা যায়। এবার অভিভাবক ও শিক্ষার্থীরা বিতরণ করা বইয়ে মুদ্রণ বিভ্রাট ছাড়াও ছাপার মান খারাপ হওয়ার অভিযোগ তুলেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com