আজ আমার ছোট্ট নিবেদন-
পৃথিবীকে বাঁচান!
অবাক হলেন বুঝি?
ভাবছেন, পৃথিবীর আবার কি হলো?
সূর্য উঠছে ঠিকঠাক, রাতে চাঁদ দেখা যায়।
শ্বাস নিলে অক্সিজেন পাচ্ছি, তাহলে?
আমি বলবো – পাবেন না,
কিছুদিন পরেই পাবেন না।
অক্সিজেন এর জন্য সবুজ গাছ কই?
গাছ আপনার বক্স খাটে, তিন পালার আলমিরাতে
গাছের উচ্ছেদ হয়েছে নতুন বিশতলা ভবন বানাতে।
আর ঐ যে সূর্যের কথা বললেন না?
সে উঠবে ঠিকই, বাড়বে তার উত্তাপ
পৃথিবীর বরফ গলে সয়লাব করে দেবে সব।
নিজের আয়েশ তো ভালোই বুঝি
দিন পার হচ্ছে বেশ আরামে
কিন্তু আপনার সন্তান
আমার সন্তান?
তাদের জন্য বলেন তো কি রেখে যাচ্ছি?
যে পৃথিবীতে সবুজ নেই, ছায়া নেই
এমনকী মায়াহীন নিষ্ঠুর পৃথিবী।
মায়াহীন বলাতে আপত্তি কেন?
তাকিয়ে দেখুন কয়টা দেশ জ্বলছে
না,না, দাবানলে নয়
মানুষের ছোঁড়া বোমার আঘাতে।
মানুষ জ্বলছে, হ্যাঁ ঠিকই শুনছেন
মানুষের মারণাস্ত্রে মানুষ জ্বলছে,
ধুঁকে ধুঁকে মরছে ক্ষুধিত শিশু।
এখন উপায়?
ভালোবাসার চাষ করুন, ভালোবাসার চাষ
হাসছেন বুঝি? ভাবছেন-
ভালোবাসা বুঝি কোন ফসল?
হ্যাঁ হৃদয় ভূমিতে ভালোবাসার চাষই পারে
এই পৃথিবীকে বাঁচাতে,
ধ্বংসের হাত থেকে সামলাতে।
নিজের চাহিদা কমায়ে
ভালোবাসা বাড়ায়ে
যে পৃথিবী আজ অসুস্থ, তাকে বাঁচাই।
যে মানবতা আজ বিপন্ন, তাকে বাঁচাই।
যে পরিবেশ আজ বিপর্যস্ত, তাকে বাঁচাই।
আমাদের শিশুর ভবিষ্যৎ বাঁচাই।