এফএনএস স্পোর্টস: চ‚ড়ান্ত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন তিন আসরের সাত ফ্র্যাঞ্চাইজি। বিপিএল গভর্নিং কাউন্সিলে আবেদন করা আগ্রহী ৯ করপোরেট হাউস থেকে সাতটি ফ্র্যাঞ্চাইজি চ‚ড়ান্ত করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম প্রকাশ করা হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ধারণা করা হচ্ছিল, সাকিব আল হাসানের ব্যবসাপ্রতিষ্ঠান মোনার্ক মার্ট লিমিটেড ‘মোনার্ক পদ্মা’ নামে হয়তো বিপিএলের ফ্রাঞ্চাইজি স্বত্ব পেয়ে যাবে। কিন্তু তা হলো না। শেষ পর্যন্ত সাকিবের মোনার্ক পদ্মা বিপিএলে ফ্রাঞ্চাইজি স্বত্ব পায়নি। একনজরে বিপিএলের সাত দল : ১) ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড – বরিশাল ২) মাইন্ডট্রি লিমিটেড – খুলনা ৩) প্রগতি গ্রীন অটো রাইস মিল লিমিটেড – ঢাকা ৪) ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড – সিলেট ৫) টগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্র“প) – রংপুর ৬) ডেল্টা স্পোর্টস লিমিটেড – চট্টগ্রাম ৭) কুমিলা লিজেন্ডস লিমিটেড – কুমিলা।