বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে পুনঃ নির্বাচনে ইউপি সদস্য (সাধারণ) পদে ফুটবল প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে ইব্রাহিম খলিল টুকু নির্বাচিত হয়েছেন। তুয়ারডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ পরিবেশে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩১৩৩ ভোটারের মধ্যে ১৭৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৬ ভোট নষ্ট হয়। ইব্রাহিম খলিল টুকু ফুটবল প্রতীক নিয়ে ১৭২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্ব›দ্বী প্রার্থী আনারুল ইসলাম মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৪৩ ভোট। প্রিজাইডিং অফিসার আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান জানান, সকাল ৮ থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণকালে পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, আনসার এবং ভ্রাম্যমান টিম নির্বাচনী এলাকায় মোতায়েন ছিল। নির্বাচন চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহিনা সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম), পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী, খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিম প্রমূখ ভোট কেন্দ্র পরিদর্শন করেন। উলেখ্য, গত ৫ জানয়ারি ইউপি নির্বাচনে ৯ নং ওয়ার্ডে প্রার্থী আনারুল ইসলাম ও ইব্রাহিম খলিল টুকু দুইজনই ১১১৬ ভোট করে (সামন সামান) পাওয়ায় ফলাফল স্থগিত করেছিল নির্বাচন কমিশন। পুনঃ তফশীল মোতাবেক ৭ ফেব্র“য়ারী (সোমবার) পুনরায় এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।