কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২নং যুগিখালী ইউনিয়নের বিবাহ রেজিষ্টার সাবেক ইউপি সদস্য মশিউর রহমান (৬০) মারা গেছেন (ইন্না- রাজিউন)। সোমবার ২১ আগষ্ট বেলা ১১.৪০ মিনিটে নিজ বাড়ি উপজেলার পাঁচনল গ্রামে নিজ বাড়িতে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি ওই গ্রামের মৃত আফিল উদ্দীন দফাদারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও মালায়েশিয়া প্রবাসী ১ ছেলেসহ অসংখ্য ঘুনগ্রাহী রেখে গেছেন। এশার নামাজের পর মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।