বুধহাটা প্রতিনিধি ॥ এসএসসি পরীক্ষা ২০২৪ ফল প্রকাশ করা হয়েছে। শতভাগ উত্তীর্ণ হয়ে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সাফল্য অর্জন করেছেন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল। ১৯১৫ সালের পর স্কুলটি এটাই বড় সাফল্য বলে জানা গেছে। স্কুল সূত্রে জানা যায়, এবছর বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল থেকে ১৬২ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৫৭ জন এ প্লাস, ৯১ জন এ,১২ জন এ মাইনাস, ও দুইজন দুইজন বি গ্রেড পেয়ে শতভাগ পাস করেছে। এর ভেতরে অধিকাংশই গোল্ডেন এ প্লাস পেয়েছেন বলে জানা যায়। এছাড়া এই প্রতিষ্ঠানের ছাত্র মেহেদী হাসান সর্বমোট ১১৫০ নাম্বারের ভেতরে ১০৯৯ পেয়ে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন হয়েছে। দীর্ঘদিন পরে স্বনামধন্য স্কুলটির সাফল্যের খবর শুনে অভিভাবক বৃন্দ সন্তোষটি প্রকাশ করেছেন তারা স্কুলের অধ্যক্ষ এবং সকল শিক্ষকবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য স্কুলটিতে গত আগস্ট ২০২৩ সালে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন মোহিত কুমার দাশ।