কালিগঞ্জ প্রতিনিধি \ খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট অদম্য নারী পুরস্কার ভূষিত হয়েছেন কালিগঞ্জের সফল নারী উদ্যোক্তা প্রিয়াঙ্কা বিশ্বাস। রবিবার বেলা ১১টায় খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে, মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে “অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী” ক্যাটাগরিতে প্রিয়াঙ্কা নেট গার্মেন্টসের স্বত্বাধিকারী প্রিয়াঙ্কা বিশ্বাসকে এই সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। তিনি উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের অশোক কুমার বিশ্বাসের স্ত্রী। মাত্র ৫০ হাজার টাকা এবং তিনটি সেলাই মেশিন দিয়ে তিনি গার্মেন্টস ব্যবসা শুরু করেন। কঠোর পরিশ্রম ও অদম্য মনোবল নিয়ে এগিয়ে যাওয়া প্রিয়াঙ্কা নেট গার্মেন্টস এখন সাতক্ষীরার বিনেরপোতা বিসিক শিল্প নগরীর নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। তার এই সফলতা তাকে একজন অনুকরণীয় নারী উদ্যোক্তা হিসেবে সবার কাছে পরিচিত করেছে। ইতিপূর্বে সে কালিগঞ্জ উপজেলা ও সাতক্ষীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহন করেছেন। এবার খুলনা বিভাগীয় পর্যায়ে অর্থনৈতিক সাফল্যের জন্য শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হিসেবে এই শ্রেষ্ট অদম্য নারী পুরস্কার পেয়ে নিজের সাফল্যের মাইলফলক আরেক ধাপ এগিয়ে নিলেন প্রিয়াঙ্কা বিশ্বাস। শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা সম্মাননা অর্জন করায় তাকে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তার এই সফলতার গল্প ভবিষ্যৎ নারী উদ্যোক্তাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।