শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে জেলা কৃষক দলের প্রস্তুতি সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার \ খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা কৃষক দলের উদ্যােগে গতকাল বেলা ১২টায় শহরের আমতলা নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দীন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান আলী বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন খুলনা বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাবেক ভিপি শফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্যা কবির হোসেন, সহ-বন পরিবেশ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন খান শ্যামল, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম আহবায়ক শামীম কবির সুমন, সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, দেবহাটা উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম রসূল খোকন, সদস্য সচিব রুহুল আমীন, কালিগঞ্জ উপজেলার আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব আনারুল ইসলাম, তালা উপজেলার আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ডা: মামুনুর রহমান, আশাশুনি উপজেলা কৃষক দলের আহবায়ক আমীর হোসেন বাদশা, সদস্য সচিব মশিউর রহমান মিল্টন, শ্যামনগর উপজেলা কৃষক দলের আহবায়ক ফজলুল হক, শ্যামনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব ইয়াসিন আরাফাত, সাতক্ষীরা সদর উপজেলা কৃষকনেতা সাইলুর রহমান, আলতাফ হোসেন, হুমায়ুন কবির, সাহাবুদ্দিন, আব্দুল বারি, আহছান সহ কৃষক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com