এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে॥ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খাঁন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে। গতকাল ১২ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭ টায় ঢাকা সেনানিবাসস্থ তার নিজস্ব বাসভবনে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী লে: কর্নেল (অব:) মুহাম্মদ ফারুক খাঁন এমপি এর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন সাতক্ষীরা-০৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এ সময় বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খাঁন বলেন, এবারের সংসদ তারুণ্য নির্ভর সংসদ। তরুণ সাংসদ’রা দেশের উন্নয়নে এগিয়ে আসলে বাংলাদেশকে কেউই আটকে রাখতে পারবে না। শ্যামনগরের উপকূলীয় টেকসই বেড়িবাঁধ নির্মাণ অতিদ্রুত শেষ করা হবে। সুন্দরবনকে বিশ্বের মধ্যে একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তরুণ সাংসদ’রাই পারে তাদের বুদ্ধিমত্তা দিয়ে এদেশকে স্মার্ট বাংলাদেশ হিসাবে বিশ্বের মাঝে পরিচিত করতে। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জিএম শোকর আলী, উপজেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডঃ শেখ নুরুজ্জামান টুটুল প্রমুখ।