বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৩ তম জন্মবার্ষিকী ও লোকমেলা উপলক্ষ্যে ২৫ থেকে ২৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (৮-১০ মে, ২০২৪) ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মবার্ষিকী উদযাপনের এবারের প্রতিপাদ্য ‘সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা: রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’। ২৫ বৈশাখ (৮ মে) বিকেল সাড়ে চারটায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। ২৬ বৈশাখ (৯ মে) বিকেল সাড়ে চারটায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এবং ২৭ বৈশাখ ( ১০ মে) বিকেল সাড়ে চারটায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। -তথ্য বিবরণী