বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ শেখ হাসিনা পরিবারের দুর্নীতি: ৮ মেগা প্রকল্পের সব নথি তলব দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে: চিফ প্রসিকিউটর ঢাকা—খুলনা রুটে নতুন ট্রেন চলাচল শুরু, উচ্ছ্বসিত যাত্রীরা যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন দেশের তিন পরিবেশ আদালতে আইনি বাধায় পর্যাপ্ত মামলা নেই সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বিশাল ব্যবধানে হেরে গেল বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: টেস্টের চতুর্থ ইনিংসে ৫১৩ রানের পাহাড়সম লক্ষ্যে জেতার চেষ্টাটা ছিলো দুঃসাধ্য। হাতে দুইদিন সময়, উইকেট আকড়ে পড়ে থেকে অন্তত ড্র করাটা হয়তো যেত। বাংলাদেশ পারলো না কোনটাই। চট্টগ্রাম টেস্টে ভারতের কাছে হারলো ১৮৮ রানের বিশাল ব্যবধানে। টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৪০৪ রানে অল আউট হয় ভারত। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অল আউট হয়। তবে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ২৫৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে পূজারা ও শিবমন গিলের সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে ভারত। ফলে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৫১৩ রান। ৫১৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। শেষ দিনে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৪১ রান হাতে ছিল ৪ উইকেট। শেষ দিনে বাংলাদশের পক্ষে ব্যাট করতে নামে দুই অপরাজিত ব্যাটার সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ। তবে দিনের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ২৮৩ রানে ৪৮ বলে ১৩ রান করে সিরাজের বলে আউট হন মেহেদী মিরাজ। এরপর এবাদতকে সঙ্গে নিয়ে মারমুখী ভঙ্গিতে খেলতে থাকেন সাকিব আল হাসান। ৬ চার ও ৬ ছক্কায় করেন ৮৪ রান। তবে দলীয় ৩২০ রানে কুলদীপ যাদবের বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি। এরপর দ্রুতই আউট হয়ে যায় এবাদত হোসেন ও তাইজুল ইসলাম। ফলে ৩২৪ রানে আল আউট হয় বাংলাদেশ। ভারতের কাছে ১৮৮ রানে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ভারত। ২২ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দু’দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com