স্টাফ রিপোর্টার ঃ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড: ওয়াজেদ মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা ছাত্রলীগ কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, সাধারন সম্পাদক তৌহিদ হাসান, আশিক রেজা, মারুফ, রিপন, জাকির, অন্ত, রাজা, সানজির, হৃদয়, আবিদ। এছাড়া জেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রয়াত পরমানু বিজ্ঞানী ড: ওয়াজেদ মিয়ার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন পার্ক মসজিদের পেশ ইমাম আব্দুর রাজ্জাক।