স্টাফ রিপোর্টার \ জামায়াত ইসলামী জেলা শাখার আয়োজনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে পৌর অডিটরামে জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন। সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ন আহবায়ক তাসকিন আহমেদ চিশতী, আবুল হাসান হাদী, সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলম, ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি প্রভাষক ওয়েজ কুরুনি, জেলা জামাতের নায়েবে আমির শেখ নুরুল হুদা, জেলা জামায়াতের সহঃ সেক্রেটারি মাহবুবুর রহমান, প্রভাষক ওমর ফারুক, প্রভাষক ওবায়দুল্লাহ, শহর শাখার আমির জাহিদুল ইসলাম, সদর উপজেলা শাখার আমির মোশাররফ হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি স্কুল কলেজ পর্যায়ের শিক্ষকবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের স্বার্থে ঐক্য অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করে সাতক্ষীরায় জামায়াতে ইসলামী, বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা বলেন, জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ, মুগ্ধ সহ সকল শহীদ ও আহত স্মৃতিচারণ করে বলেন ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টা ও রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। স্বাধীন বাংলাদেশে আর আমরা হানাহানি চাই না। প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সম্প্রীতির সুন্দর বাংলাদেশ গড়তে চাই। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামাতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।