শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন

বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকা দিচ্ছে সরকার: পরিবেশমন্ত্রী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ মে, ২০২৪

ঢাকা ব্যুরো ॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জলবায়ু ঝুঁকি হতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। এলক্ষ্যে বিভিন্ন সামাজিক ও কার্যকরী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে জলবায়ু পরিবর্তন ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে কাজ করা বিশেষ চাহিদা সম্পন্ন আফিয়া কবির আনিলার সঙ্গে আলাপকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবেক হোসেন চৌধুরী বলেন, বর্তমান সরকার হোল অব সোসাইটি এপ্রোচে কাজ করছে। এর ফলে সমাজের অসহায় মানুষের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। সরকারে গৃহিত পদক্ষেপগুলো মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। যারপরিপ্রেক্ষেতে আমরা জাতীয় সকল পরিকল্পনায় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের কথা বিশেষভাবে আমলে নিয়ে সামনে দিকে অগ্রসর হচ্ছি। লক্ষ্য একটাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যাতে সকল প্রতিবন্ধকতা দূর করে জীবনে সফল হতে পারে এবং তাদের জীবন সুরক্ষিত থাকে। বিশিষ্ট মোটিভেশনাল বক্তা, এক্টিভিস্ট এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি হিসেবে বিভিন্ন পুরস্কারে ভূষিত শিশু অধিকার এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সংস্থা তরি ফাউন্ডেশনের প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি বিষয়ক নির্বাহী আফিয়া কবির আনিলা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ দূষণ হতে বাংলাদেশের মানুষকে বাচাতেই হবে । তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমূদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশের অনেক মানুষ বাস্তুচ্যুত হবে। তাই মানুষকে রক্ষায় ব্যাপকভাবে গাছ লাগানো সহ জলবায়ু পরিবর্তন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করেন। মন্ত্রী এসময় তার বিভিন্ন দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এর আগে মন্ত্রী সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশি¬ষ্ট বিষয়ে আলাপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com