স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর গতকাল প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইজ বিতরন করেছে। বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের সাথে এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, সদর উপজেলা শিক্ষা অফিসার আঃ গনি, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম সহ শিক্ষা বিভাগীয় অপরাপর কর্মকর্তারা সময় অতিবাহিত করেন। পরম মমতা আর আন্তরিকতার সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে চাহিদা অনুযায়ী ডিভাইস এর পাশাপাশি হুইল চেয়ার, চশমা, ইলেকট্রিক শ্রবন ডিভাইস বিতরন করা হয়। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জীবন যাত্রা, পড়ালেখার বিষয়ে আলোচনা করে এবং আপ্যায়ন করা হয়। অভিভাবকরা শিশুদের ও তাদের প্রতি বিশেষ আন্তরিকতা দেখানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।