শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ভারত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১১ মে, ২০২২

এফএনএস স্পোর্টস: আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি সিরিজ খেলবে ভারত। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বরে অজিদের বিপক্ষে ভারতের তিন ম্যাচের এই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। অন্যদিকে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে হবে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার গণমাধ্যম ফক্স স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে কয়েকটি সাদা বলের সিরিজ খেলার পাশাপাশি সেপ্টেম্বরে ভারতে গিয়ে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া।’ এ বছর শুধু টি-টোয়েন্টি সিরিজ খেললেও, আগামী বছর ফেব্র“য়ারি-মার্চে চার টেস্ট খেলতে আবারো ভারত যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ভারতের পরবর্তী সিরিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ঘরের মাঠে ৯ থেকে ১৯ জুন পর্যন্ত প্রোটিয়াদের সাথে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এরপর আয়ারল্যান্ড সফরে দুটি টি-টোয়েন্টি খেলবে তারা। আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ড যাবে ভারত। ইংল্যান্ডের মাটিতে করোনার কারণে স্থগিত হওয়া পঞ্চম ও শেষ টেস্ট খেলবে ভারত। এছাড়াও ইংলিশদের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com