এফএনএস স্পোর্টস: ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। দলকে যথারীতি নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। চলমান এশিয়া কাপে ১৭ সদস্যের দল সাজিয়েছিল ভারত। সেই দল থেকে বাদ পড়েছেন দুজন। তবে নতুন করে সুযোগ পাননি কেউ। ভারতীয় দলে রয়েছে চার বিশেষজ্ঞ পেসার – মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর ও জাসপ্রিট বুমরাহ। তাদের সঙ্গে রয়েছেন দুজন পেস অলরাউন্ডার – হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর। স্পিন আক্রমণে রবীন্দ্র জাদেজার সঙ্গী হচ্ছে বাঁহাতি রিষ্ট স্পিনার কুলদীপ যাদব। আগামী ৮ অক্টোবর চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে টিম ইন্ডিয়া।
ভারতের দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর ও জাসপ্রিত বুমরাহ।