মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

বিশ্বকাপের সেরা একাদশে নেই বাংলাদেশের কেউ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: ঐতিহাসিক মেলবোর্নে ইতিহাস লিখেই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে উঠেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি পাকিস্তানের। জমকালো ফাইনালে ইংলিশদের শিরোপা উপহার দিয়েই পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। ফাইনাল ম্যাচ শেষেই বিশ্বকাপজুড়ে দুর্দান্ত পারফর্ম করা ১১ ক্রিকেতার নিয়ে বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেরা একাশের সঙ্গে দ্বাদশ খেলোয়াড় হিসেবেও রাখা হয়েছে একজনকে। আইসিসির ঘোষিত বিশ্বকাপের সেরা একাদশে জায়গা হয়নি বাংলাদেশের কারও। আইসিসির প্রকাশিত সেরা একাদশে ওপেনার হিসেবে রয়েছেন টুর্নামেন্ট জুড়ে ইংলিশদের দুরন্ত সূচনা এনে দেওয়া অ্যালেক্স হেলস আর জস বাটলার। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলিও জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। ভারতের হার্ড হিটার ব্যাটসম্যান সূর্যকুমার যাদবও রয়েছেন টুর্নামেন্ট সেরার দলে। আইসিসির সেরা একাদশে পেসার হিসেবে জায়গা পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ইংলিশ পেসার স্যাম কারান। পেস আক্রমণে সঙ্গী হিসেবে কারান পাবেন স্বদেশি মার্ক উড, দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্টজে আর পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে। দ্বাদশ প্লেয়ার হিসেবে দলে জায়গা পেয়েছে ভারতের হার্ড হিটার পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আইসিসির সেরা একাদশ : অ্যালেক্স হেলস, জস বাটলার, ভিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা, শাদাব খান, স্যাম কারান, মার্ক উড, এনরিখ নর্টজে, শাহিন শাহ আফ্রিদি। দ্বাদশ খেলোয়াড় : হার্দিক পান্ডিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com